A PREMIER COLLEGE IN WEST BENGAL, AFFILIATED TO WEST BENGAL STATE UNIVERSITY, NAAC
Accredited (Grade-‘B++’) 2nd Cycle, UGC Affiliation Under Section 2F And 12B Of The UGC Act
033 2573 0035
NOTICE
B.A, B.Sc, B.Com এর3rd ও 5th সেমেস্টার এর সমস্ত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে তাদের নিম্নলিখিত লিঙ্কটিতে ক্লিক করে নিজ নিজ সেমেস্টার অনলাইন ভর্তির পক্রিয়া যত দ্রুত সম্ভব শেষ করতে হবে।
ভর্তি পক্রিয়ার জন্য লিঙ্কঃ-
https://cmsys.dmcadmission.in/
ভর্তির জন্য নিম্নলিখিত নির্দেশ গুলি পালন করতে হবেঃ
উপরের লিঙ্ক এ ক্লিক করার পর
ছাত্র ছাত্রীরা Student Sign In লিঙ্ক এ ক্লিক করবে।
তারা তাদের Date of Birth ও Mobile No. দিয়ে লগ ইন করবে।
এক্ষেত্রে তারা কলেজে ভর্তি হওয়ারসময় যে ফোন নাম্বার দিয়েছিল সেইটি দিতে হবে।
এর পর তাদের Personal Information ও Address এই দুটি ট্যাব এর সমস্ত তথ্য দিতে হবে।
এর পর তারা তাদের নিজ নিজ কলেজ ফি অনলাইনে পেমেন্ট করতে পারবে।