A PREMIER COLLEGE IN WEST BENGAL, AFFILIATED TO WEST BENGAL STATE UNIVERSITY, NAAC
Accredited (Grade-‘B++’) 2nd Cycle, UGC Affiliation Under Section 2F And 12B Of The UGC Act
033 2573 0035
বিজ্ঞপ্তি( Physical Verification)
ডিরোজিও মেমোরিয়াল কলেজে প্রথম সেমিস্টারে যারা ভর্তি হয়েছো তাদের হার্দিক অভিনন্দন। তোমাদের ভর্তি সংক্রান্ত সব নথীপত্র প্রতিপাদনের (verification) জন্য নিম্নলিখিত দিনগুলিতে কলেজে আসতে নির্দেশ দেওয়া হলো।
১) সমস্ত সাম্মানিক শাখার(honours/ major course) ছাত্রছাত্রীরা 31/7/24 অথবা 1/8/24 অথবা 6/8/24 তারিখে বেলা 12টা থেকে বেলা 3 টের মধ্যে আসবে।
২) বিজ্ঞান সাধারণ শাখার(general course/MDC) ছাত্রছাত্রীরা 2/8/24 অথবা 3/8/24 তারিখে বেলা 12টা থেকে দুপুর 3 টের মধ্যে আসবে।
৩) বানিজ্য সাধারণ শাখার(general course/MDC) ছাত্রছাত্রীরা 5/8/24 অথবা 6/8/24 তারিখে বেলা 12টা থেকে দুপুর 3 টের মধ্যে আসবে।
বিশেষ দ্রষ্টব্যঃ কলা সাধারণ শাখার(general course/MDC) ছাত্রছাত্রীরা কাকে কবে আসতে হবে তা নীচের লিঙ্কে ক্লিক করে দেখে নাও।
a) 2/8/24 তারিখে যারা আসবে।
b) 3/8/24 তারিখে যারা আসবে।
c) 5/8/24 তারিখে যারা আসবে।
যে সকল নথী সঙ্গে আনবে.. ( অরিজিনাল ও দুটি করে জেরক্স)
১. ভর্তির ফর্মের কপি 2 টি
২. 10+ পরীক্ষার মার্ক সিট
৩. age verification সার্টিফিকেট
৪. 12+ পরীক্ষার রেজিস্ট্রেশন ও মার্ক সিট
৫. SC ST OBC EWS PWD sports quota সার্টিফিকেট ( যাদের ক্ষেত্রে যেটি প্রযোজ্য)
৬. আধার কার্ড
৭. অন্য যে কোনো একটি photo ID proof.
৮. পাসপোর্ট মাপের ছবি ২ কপি