A PREMIER COLLEGE IN WEST BENGAL, AFFILIATED TO WEST BENGAL STATE UNIVERSITY, NAAC
Accredited (Grade-‘B++’) 2nd Cycle, UGC Affiliation Under Section 2F And 12B Of The UGC Act
033 2573 0035
১. পরীক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.wbsuexam.net) এর থেকে ডাউনলোড করতে পারবে।
উদা: পরীক্ষা দুপুর ১২টায় শুরু হলে তারা প্রশ্ন পত্র দুপুর ১১.৩০ থেকে ডাউনলোড করতে পারবে।
২. পরীক্ষার্থীরা পরীক্ষা শেষ করার জন্য ২ ঘন্টা সময় পাবে, এবং অতিরিক্ত ১ ঘন্টা সময় পাবে উত্তরপত্র স্ক্যান করে মেল করার জন্য অথবা কলেজ এ এসে উত্তরপত্র জমা দেওয়ার জন্য।
উদা: পরীক্ষা শুরু হবে দুপুর ১২ টায়, পরীক্ষা দুপুর ২টোয় শেষ করতে হবে, উত্তরপত্র সেইদিন দুপুর ৩টের মধ্যে মেল করতে হবে।
৩. উত্তর A4 সাইজের পাতায় বা সম মাপের যেকোনো পরিষ্কার সাদা পাতায় লিখতে হবে, প্রত্যেক পাতায় পরীক্ষার্থী তাদের রোল নাম্বার ও রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, কোনো অবস্থায় পরীক্ষার্থীর নাম বা কলেজের নাম লিখবে না,প্রতি পাতায় পেজ নাম্বার দেওয়া বাঞ্চনীয়।
৪. উত্তরপত্র স্ক্যান করার সময় এটা মাথায় রাখতে হবে যাতে প্রতিটি পাতা পরিষ্কার ভাবে স্ক্যান হয় এবং পাতাগুলির ক্রমমান বজায় থাকে,অর্থাৎ পাতা গুলি পর পর পেজ নাম্বার অনুযায়ী স্ক্যান করা হয়।
৫. উত্তরপত্র স্ক্যান করে সেটিকে pdf ফরম্যাট এ সেভ করে পাঠাতে হবে। এই কাজ টি doc scanner app বা ওই ধরণের যে কোনো app এর সাহায্যে খুব সহজেই করা সম্ভব।
৬. যারা উত্তরপত্র সরাসরি কলেজ এ এসে জমা দেবে তারা উত্তরপত্রটির সাথে এডমিট কার্ড এর এক কপি জেরক্স কপি একটি সিল করা খামে ভরে উপরে নিজের রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এবং সাবজেক্ট লিখে কলেজের নির্দিষ্ট জায়গায় এসে জমা করবে।
৭. যারা উত্তরপত্র মেল এ পাঠাবে তাদের নিম্নলিখিত নিয়ম গুলো পালন করতে হবে।
প্রথমেই পরীক্ষার্থীদের দেখে নিতে হবে তারা কোন মেল আইডি তে মেল করবে। সেই লিস্ট নীচের লিঙ্ক এ দেওয়া হল।
CLICK HERE FOR LINK FOR MAIL ID
সেই লিস্ট এ তারা দেখবে প্রত্যেক ডিপার্টমেন্ট তাদের অনার্স ও জেনারেল ছাত্র ছাত্রীদের জন্য দুটি আলাদা মেল আইডি দিয়েছে।
যারা যে ডিপার্টমেন্ট এর অনার্স এর স্টুডেন্ট তারা তাদের প্রতিটি অনার্স পেপার এর উত্তরপত্র ওই নির্দিষ্ট ডিপার্টমেন্ট এর অনার্স এর জন্য উল্লেখিত মেল আইডি তেই পাঠাবে।
উদা: ধরা যাক একজন বাংলা বিভাগের অনার্স এর ছাত্র, সে বাংলা বিভাগের অনার্স এর জন্য উল্লেখিত মেল আইডিতে তার সমস্ত পেপার এর উত্তরপত্র পাঠাবে।
যারা জেনেরাল ছাত্র ছাত্রী তারা তাদের প্রতিটি পেপার সেই সংশ্লিষ্ঠ বিভাগের জেনারেল ছাত্র ছাত্রীদের জন্য উল্লিখিত মেল আইডি তে পাঠাবে।
উদা: ধরা যাক একজন ছাত্র বাংলা, ইতিহাস ও এডুকেশন এই তিনটি বিষয়ে পার্ট ত্রি জেনেরাল পরীক্ষা দিচ্ছে। সেই ক্ষেত্রে সে বাংলা বিভাগের সংশ্লিষ্ঠ জেনেরাল দের জন্য মেল আইডি তে বাংলা উত্তরপত্র, এবং ইতিহাস বিভাগের জেনেরাল ছাত্রছাত্রীদের জন্য দেওয়া মেল আইডি তে ইতিহাস এর উত্তরপত্র, একই ভাবে এডুকেশন বিভাগের জেনারেল মেল আইডি তে এডুকেশন এর উত্তরপত্র পাঠাবে।